সঙ্কেত ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা হুগলির গুড়াপে। বেপরোয়া ডাম্পারের ধাক্কায় গুড়িয়ে গেল টোটো। মঙ্গলবার সকালে মৃত্য়ু হল সাতজনের। শিশু, কলেজছাত্রী সহ সব মিলিয়ে মৃত্যু হয়েছে সাতজনের। দ্রুতগতিতে আসা ডাম্পারটি কার্যত গুড়িয়ে দিয়েছে টোটোটিকে। একেবারে হাড়হিম করা দুর্ঘটনা।
হুগলির গুড়াপের কাংসারিপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুড়াপের দিকে টোটোটি যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে একটি ডাম্পার আসছিল। স্থানীয়দের একাংশের মতে, টোটোটি সম্ভবত রাস্তা পার হচ্ছিল।যাত্রী-সহ টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা ও পুলিশ সেই ডাম্পারের নীচে থেকে যাত্রীদের টেনে বের করেন। রক্তে ভেসে যায় গোটা এলাকা। এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সব মিলিয়ে ৬জনকে প্রথমে উদ্ধার করা হয়েছিল। কিন্তু হাসপাতালে নিয়ে আসার পরে তাদের মধ্য়ে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরও দুজনের মৃত্য়ু হয় হাসপাতালে।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৯ বছর বয়সী বিদ্যুৎ বেরা তাঁর স্ত্রী প্রীতি বেরা বয়স ২২ বছর এবং তাঁদের দুই বছরের ছোট ছেলে বিহান বেরা। তাঁদের বাড়ি হুগলির দাদপুর বক্রেশ্বর এলাকায়। মৃত্যু হয়েছে ২০ বছরের সৃজা ভট্টাচার্য নামে আর এক যাত্রীর। তাঁর বাড়ি হুগলির ভাসতারা এলাকায়।এছাড়াও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হুগলির পাণ্ডুয়া এলাকার ৫০ বছর বয়সী নুপুর দাস এবং তাঁর ৬৩ বছর বয়সী স্বামী রামপ্রসাদ দাসের। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। টোটো চালকেরও মৃত্যু হয়েছে বলে খবর।