নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
শনিবার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কুসুমদা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম দীপু হাঁসদা বয়স ২৫ বছর।
পরিবার সূত্রে জানা যায়,গতকাল রাতে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে ওই যুবক তার স্ত্রী কে নিয়ে যায়। এরপর রাতেই বাড়ি ফিরে আসার সময় বাড়ি থেকে কিছুটা দূরে স্ত্রী কে এগিয়ে বাড়ি যেতে বলে। কোনও এক গুরুত্বপূর্ন কাজ রয়েছে সে কাজ মিটিয়ে সে বাড়ি ফিরবে বলে জানায়।
এদিকে রাত কেটে গেলেও যুবক বাড়ি ফিরে না আসায় সকালে তার খোঁজ শুরু করে পরিবার।এরপর বাড়িতে থেকে কিছুটা অদূরেই একটি জঙ্গলে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
ঘটনার জানাজানি হতে পুলিশে খবর দেওয়া হলে পিংলা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে যুবক এমন ঘটনা ঘটিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই পুলিশ গোটা তদন্ত শুরু করেছে।