নিজস্ব প্রতিনিধি: প্রতি বছরের মত এবছরও রটন্তী কালি পুজোর আয়োজন করা হয় সামডি কালি মন্দিরে।বছরের মাঘ মাসের চতুর্দশীতে রটন্তী কালী পুজো হয়ে আসছে।প্রতি বছর ধুমধাম করে করা হয় কালি পুজো।এবছরও সেই ভাবেই আয়োজন করা হয়েছে যার প্রদীপ উজ্জ্বলন করে পুজোর শুভ উদ্বোধন করেন বারাবনি বিধায়ক কথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।একই সাথে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ তৃণমূল নেতা তথা সমাজসেবী স্বপন মন্ডল,গৌরাঙ্গ তেওয়ারি সহ আরো অনেকেই।এদিন এই অনুষ্ঠানে কালি পূজা উদ্যোক্তারা জানিয়েছেন
দুই দিন ধরে চলে পুজো। অনুষ্ঠান শনিবার নরনারায়ণ সেবা রয়েছে,যেখানে পুরো সামডি গ্রাম সহ আশেপাশের বহু মানুষ প্রসাদ গ্রহণ করেন।খুব জাগ্রত এই মা কালি, তাই সামডি ছাড়াও আশপাশের গ্রাম সহ রাজ্যের অন্যান্য জেলা থেকেও ভক্তরা পুজো দিতে আসে। এই দিন প্রতিদিন নিত্য পুজো হলেও আজকের দিন প্রচুর ভক্তদের ভিড় হয় চলে সারারাত পুজো।এই ভাবেই পূর্বপুরুষ ধরে চলে আসছে রটন্তী কালি মায়ের পুজো।