সঙ্কেত ডেস্ক: রাজনৈতিক মতবিরোধ থাকলেও সৌজন্য সবার উপরে’, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। রাজনৈতিক বেড়া ভেঙে সমাজের সকল স্তরের মানুষ শেষবার প্রয়াত মুখ্যমন্ত্রীকে শেষ দেখা দেখতে ভিড় করেছেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে। ইতিমধ্যে বুদ্ধবাবুর বাসভবনে এসে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেল চারটেয় শুরু হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর শেষ যাত্রা। রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।এদিন দুপুর ১২ টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে এসে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আজ সকালে বৌদি বললেন উনি ব্রেকফাস্ট করেছেন। ব্রেকফাস্ট এরপর শ্বাসকষ্ট শুরু হয়। তারপরই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন উনি। আমি মিরা বৌদিকে, সুচেতনাকে বামফ্রন্টের সকলকে সহ নাগরিকদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। ওঁর অনেক কন্ট্রিবিউশন আছে। রাজনৈতিক মতবিরোধ থাকলেও সৌজন্য সবার উপরে। তিনি পার্থিব জগত থেকে বিদায় নিয়েছেন। মানুষের জগতে উনি বিচরণ করবেন’।
এক শোকবার্তায় মমতা লিখেছিলেন, তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি। এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআই(এম) দলের সকল সদস্য-সদস্যা, সমর্থক এবং তাঁর সমস্ত অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’