সংবাদদাতা,নয়াদিল্লি:দীর্ঘ অপেক্ষার অবসান। বাংলায় বাকি আসনগুলিতে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। রবিবারে রাতে দিল্লিতে বিজেপির সদর দফতরে ঘোষণা করা হল বাংলার ১৯টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।তাতে প্রত্যাশা মতোই প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায় এবং অর্জুন সিংকে। প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।বড় চমক মেদিনীপুরের সাংসদ দিলীপকে পাঠানো হয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। সেখানকার সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করা হয়নি। মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পালকে।
ব্যারাকপুরে প্রার্থী অর্জুন সিং। কলকাতা উত্তরে তাপস রায়। তবে এই পর্বেও বিজেপি প্রার্থী দেয়নি ডায়মন্ড হারবার কেন্দ্রে। বাকি আসানসোল, ঝাড়গ্রাম, বীরভূম কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণাও। বিজেপির এই তালিকায় রয়েছে আরেক চমক। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র এবার বসিরহাটের প্রার্থী হয়েছেন।
আজ ১৯ প্রার্থীর নাম ঘোষণা, তালিকা এক নজরে
জলপাইগুড়ি জয়ন্ত রায়
দার্জিলিং রাজু বিস্তা
রায়গঞ্জ কার্তিক পাল
জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ
কৃষ্ণনগর রাজমাতা অমৃতা রায়
ব্যারাকপুর অর্জুন সিং
দমদম শীলভদ্র দত্ত
বারাসত স্বপন মজুমদার
বসিরহাট রেখা পাত্র
মথুরাপুর অশোক পুরকাইত
কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী
কলকাতা উত্তর তাপস রায়
উলুবেড়িয়া অরুণ উদয় পাল
শ্রীরামপুর কবীরশঙ্কর বোস
আরামবাগ অরূপকান্তি দিগর
তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মেদিনীপুর অগ্নিমিত্রা পল
বর্ধমান পূর্ব অসীমকুমার সরকার
বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ