নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমান জেলায় বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার সমর্থনে নির্বাচনি প্রচারে এসে মঙ্গলবার রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সোচ্চার হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।তিনি এদিন খাঁন্দরার জনসভা থেকে একের পর এক ঘটনার উদাহরন তুলে তীব্র আক্রমণ করেন রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসকে।
রামনবমীতে বাংলায় অশান্তি নিয়ে তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলায় দাঙ্গা নিয়ে রীতিমতো উত্তরপ্রদেশের সঙ্গে তুলোনা করলেন তিনি। এদিনের সভা থেকে যোগী বলেন, ‘বাংলার মতোই উত্তরপ্রদেশেও দুর্গাপুজো হয়। কিন্তু রামনবমীতে উত্তরপ্রদেশে দাঙ্গা হয় না। বাংলায় কেন দাঙ্গা হল? সরকার উত্তর দিকে? অভিযুক্তদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না? এরা উত্তরপ্রদেশে এই রকম করলে উলটো করে ঝুলিয়ে দেওয়া হত। এমন অবস্থা করা হত, যেন সাত প্রজন্ম দাঙ্গা করতে ভুলে যায়।’ গুণ্ডা-মাফিয়াদের কাজে লাগিয়ে তৃণমূল-কংগ্রেস দেশের ক্ষতি করতে চাইছে বলে অভিযোগ তোলেন তিনি।তিনি বলেন এসব থেকে জনগনকে রেহাই পেতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে আরো শক্ত করতে হবে।তাহলেই কেন্দ্রের একাধিক প্রকল্পের শুবিধা পাবে রাজ্যবাসি।
সেই সঙ্গে যোগী আরও বলেন, ‘উত্তরপ্রদেশে শান্তি বজায় রয়েছে। কারণ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন বিভিন্ন প্রকল্পের সুবিধা সেখানকার মানুষ পাচ্ছে। আর বাংলায় মোদি যদি কোনও প্রকল্প পাঠান তৃণমূল সেটা আটকে দেয়। উত্তরপ্রদেশে সব মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পায়। বাংলা কেন বঞ্চিত?’ তাঁর কথায়, ‘এক সময় গোটা ভারতকে নেতৃত্ব দিত বাংলা। স্বামী বিবেকানন্দ বিদেশের মাটিতে গিয়ে বলেছিলেন, ‘গর্ব করে বলুন আমি হিন্দু’ আজ বাংলায় সেই হিন্দুরাই বিপদে।’ যোগীর কথায়, ‘বাংলা এখন চক্রান্তের শিকার। কংগ্রেস বা তৃণমূল এরা দুজনই একই থালার এ পিঠ ও পিঠ। দুজনই বাংলাকে লুট করে। এরা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে। এখন বাংলা উন্নতির থেকে অনেক দূরে।’এখানে সরকার অপরাধীদের আড়াল করে।তিনি বলেন এসব থেকে জনগনকে রেহাই পেতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে আরো শক্ত করতে হবে।তাহলেই কেন্দ্রের একাধিক প্রকল্পের শুবিধা পাবে রাজ্যবাসি।