নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা এলাকার মানুষের হাতে সরাসরি পৌঁছে দেবার জন্য নতুন প্রকল্প ” সমস্যার সমাধান”শিবির শুরু হয়েছে। তার কার্যকারিতা দেখার জন্য সালানপুর ব্লকের ধাগুড়ি গ্রামের আপার প্রাথমিক বিদ্যালয় এলেন পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পোন্নাবলম।তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য,সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ অনেকে। এদিন জেলাশাসক নিজে শিবিরের প্রতিটি টেবিলে গিয়ে সরোজমিনে খোঁজখবর নেন শিবিরে আসা মানুষজন ঠিক মতো পরিষেবা পাচ্ছে কিনা।তাছাড়া এদিন তিনি ধাগুড়ি আপার প্রাথমিক বিদ্যালয়ের গিয়ে মিড ডে মিল সহ ছাত্র ছাত্রীদের পড়াশুনা ও বিভিন্ন বিষয় ক্ষতিয়ে দেখেন।