সঙ্কেত ডেস্ক: ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৪ মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার থেকে শুরু হতে চলা এই মাধ্যমিক পরীক্ষা ঘিরে চলতি বছরে বেশ কয়েকটি নিয়ম এসেছে। এগিয়ে এসেছে পরীক্ষার সময়ক্ষণ। ফলে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু নিয়ম।এবছর পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশ্ন পত্র পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে। আর পরীক্ষা শেষ হবে বেলা ১ টায়। এর আগেই পর্ষদ জানিয়ে দিয়েছে, এই পরীক্ষার সময় অনুযায়ী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সকাল ৮ টার মধ্যে প্রবেশ করতে হবে স্কুলে।সকাল সাড়ে আটটার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি নিয়ম- পরীক্ষার্থীরা সঙ্গে নিতে পারবেন কলম, অ্যাডমিটকার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সঙ্গে নেওয়া যাবে স্বচ্ছ্ব রাইটিং বোর্ড। এছাড়াও প্রশ্নপত্রে থাকা সিরিয়াল নম্বর উত্তর পত্রে লিখতে হবে। এই নিয়মগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের জেনে নেওয়া জরুরি।
মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি, প্রশ্নপত্রে কোড সহ একাধিক ব্যবস্থা নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। বুধবার নয়া নির্দেশিকা দিয়ে একথা জানিয়েছে পর্ষদ।

পাশাপাশি, সিসি ক্যামেরা থাকবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষার দিন সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সচল থাকবে এই ক্যামেরাগুলি। পরীক্ষার্থীদের প্রতিটি আচার-আচরণ ধরা থাকবে তাতে। শুধু তাই নয়, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এইসব ফুটেজ সংরক্ষিত রাখা হবে। যদি কোনোরকম অভিযোগ ওঠে, তবে সংশ্লিষ্ট ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কোনওভাবে যদি কোনও ফুটেজ নষ্ট হয়ে যায়, তার জবাব দিতে হবে সংশ্লিষ্ট অফিসারকেই।

এবার ২ হাজার ৬৭৫টি ভেন্যুতে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মোট ৯,২৩,০১৩ জন। এঁদের মধ্যে পুরুষের সংখ্যা- ৪,০৫,৯৯৪। মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা- ২৬৭৫ টি। এছাড়াও এই পরীক্ষা ঘিরে মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুম খোলা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩-২৩৫৯২২৭৭ এবং বাকি নম্বর ০৩৩-২৩৫৯২২৭৮।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *