সঙ্কেত ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। দেশজুড়ে সাজো সাজো রব। দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। স্বাভাবিকভাবেই অনুষ্ঠানকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। অযোধ্যা থেকে সরাসরি সেই অনুষ্ঠান টিভি চ্যানেল সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।
একাধিক বিজেপি শাসিত রাজ্যে বিদ্যালয় ছুটি। বন্ধ থাকবে পঠন পাঠন। এবার জনগণের উৎসাহের কথা মাথায় রেখে ওইদিন অর্ধদিবস ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ।
পার্সোনেল, পাবলিক গ্রিভান্স ও পেনশন মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘অযোধ্যায় ২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই অনুষ্ঠানে যাতে সরকারি কর্মীরা অংশগ্রহণ করতে পারে সেকথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২২ জানুয়ারি, সমস্ত ধরণের কেন্দ্রীয় সরকারি দফতর, দুপুর আড়াইটে পর্যন্ত খোলা থাকবে। তারপর বন্ধ হয়ে যাবে।’ একটি সূত্র জানিয়েছে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপনে অংশ নেওয়ার জন্য কর্মচারীদের আবেগ, অনুভূতি এবং দাবির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে উত্তর প্রদেশে ওই দিন পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যও একই পথে হেঁটে ছুটি দিয়েছিল। রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার শুভ মুহূর্তের যাতে সবাই সাক্ষী থাকতে পারেন, সেই আবেগের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কেন্দ্রও অর্ধদিবস ছুটি ঘোষণা করল।