নিজস্ব প্রতিনিধি: রাজ্য জোড়া দুর্নীতির আবহে দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙা এলাকার কে ব্লক হাউসিং এর মাঠের পাশে পড়ে প্রধানমন্ত্রী জনধন যোজনার দিস্তা দিস্তা পাস বই আর এটিএম কার্ড! এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শহর দুর্গাপুরে।

জানাগেছে শনিবার সকালে ওই রাস্তা দিয়ে যাবার সময় স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক মাঠের পাশে প্রধানমন্ত্রী জনধন যোজনার পাস বই আর এটিএম কার্ডগুলি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বহু পাস বই সঙ্গে এটিএম কার্ড পড়ে থাকতে দেখান স্থানীয়রা। এত পাস বই আর এটিএম কার্ড থাকতে দেখে চোখ কপালে উঠে স্থানীয়দের। পাতা উল্টে দেখতে পান প্রধানমন্ত্রী জনধন যোজনার পাস বই। জানাজানি হতেই এলাকাবাসীদের ভিড়ও জমে যায়। তাঁরা দেখেন, এই পাস বইগুলি বিধাননগর, সগড়ভাঙা কলোনি আর গোপীনাথপুর এলাকার কিছু বাসিন্দার। বইগুলি আপডেটও করা আছে। আবার এটিএম কার্ড গুলির মেয়াদ ২০২৪ পর্যন্ত রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় কোকওভেন থানার পুলিশ। পুলিশ বস্তায় ভরে নিয়ে যায় পড়ে থাকা পাস বই আর এটিএম কার্ডগুলি। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে কোকওভেন থানার পুলিশ। যদিও এসবিআই সূত্রে খবর, এই পাস বই আর এটিএম কার্ডগুলি বাতিল এবং অনেক গ্রাহককে তাদের ঠিকানায় খুঁজেই পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপন উতর। তৃণমূলের দাবি মাঠের পাশে পাস বই আর এটিএম কার্ড পড়ে আছে এলাকার মানুষের খবর পাওয়ার আগেই বিজেপির নেতারা খবর পেয়ে যাচ্ছে। এই পাস বই আর এটিএম কার্ড পড়ে থাকার পিছনে বিজেপির যোগসাজশ রয়েছে। সামনে লোকসভা নির্বাচন সেই জন্যই মানুষকে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে বিজেপি বলেও কটাক্ষ করেন তারা।অনিদিকে এই ঘটনাকে সাধারণ মানুষের একাউন্টে দুর্নীতির টাকা বদলের চক্রান্ত বলে তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির নেতৃত্ব।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *