নিজস্ব প্রতিনিধি: রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া পার্টির একটি গুরুত্বপূর্ন সাংগঠনিক বৈঠকে রবিবার উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠয়ালে।
দলীয় সূত্রে জানা গিয়েছে,এদিন বিশেষ কার্য্যক্রম ও সাংগঠনিক স্তরের বিশেষ আলোচনা বৈঠক রয়েছে।
এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান সামাজিক ও ন্যায় বিচার ক্ষমতা দফতরের কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া দলের সর্ব ভারতীয় সভাপতি রামদাস আঠয়ালে।এদিন তাঁকে শুভেচ্ছা জানান রাজ্যের সাধারণ সম্পাদক জয়রাম সেনাপাতি, রাজ্য সভাপতি তন্ময় ঘোড়ায় ও পর্যবেক্ষক সত্যজিৎ দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার যুব সম্পাদক ইন্দ্রজিৎ সিং সহ বিভিন্ন জেলা থেকে আগত কার্য্যকর্তা গণেরা।
বিমান বন্দরে নামার পরেই কেন্দ্রীয় মন্ত্রী রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার
দলীয় নেতৃত্বদের নিয়ে কলকাতা প্রেস ক্লাবে একটি বিশেষ বৈঠক ও সরকারি বৈঠকের আলোচনা সারেন।