সংবাদদাতা,কলকাতা, ২২ ফেব্রুয়ারি:

অবশেষে জামিন পেলেন সাংবাদিক সন্তু পান। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রিপাবলিক বাংলার সাংবাদিকের জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্ট। পাশাপাশি সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় তদন্তে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। এদিন রাজ্য পুলিশকে ভর্ৎসনার করেন কলকাতা হাইকোর্টে বেঞ্চ।

জনরোষের আগুনে সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠে সন্দেশখালি বিধানসভার বিভিন্ন অঞ্চল। শেখ শাহজাহানের জন্য ইডি আধিকারিকদের ওপর চড়াও হয়ে গ্রাম ছাড়া করেছিল উত্তেজিত জনতা। বিগত কয়েকদিন সেই শাহজাহানের গ্রেফতারির দাবিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। সন্দেশখালির উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করেছিলেন সাংবাদিক সন্তু পান। গত সোমবার বিকেল ৫ টা নাগাদ আচমকাই রিপাবলিক বাংলার সাংবাদিক গ্রেফতার করে পুলিশ। তাঁকে মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হয়। পুলিশ ১০ দিনের হেফাজত চায়। আদালত সন্তুকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পরবর্তী জামিনের আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন সন্তু। এদিন সাংবাদিকের জামিন মঞ্জুর করেন বিচারপতি।

বিচারপতি বিরক্তি প্রকাশ করে বলেন, “পুলিশ এতদিন ধরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি, অথচ সাংবাদিককে গ্রেফতার করছে। পুলিশ আধিকারিকদের যা কাজ সেটা আগে করুন।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *