নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :
রেল শহরে ফের দুষ্কৃতীরাজ মাথাচাড়া দিল, রাতে বাড়িতে ঢুকে বন্দুক উঁচিয়ে বাড়িতে থাকা নগদ টাকা ও সোনাদানা লুট করে নিয়ে পালালো ডাকাতের দল।
হাড়হিম করা এই ঘটনাটি ঘটেছে রেল শহর খড়্গপুরে। সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ খড়্গপুরের ১৫ নং ওয়ার্ডের মথুরাকাটি এলাকার শাসক দলের কাউন্সিলর বনথা মুরলিধর রাও এর বাড়িতে ঢোকে একদল দুষ্কৃতী।সেই সময় ওয়ার্ড কাউন্সিলর বনথা মুরলিধর রাও বাড়িতে ছিলেন না।
মুখে মাক্স পড়ে একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকেই ওই কাউন্সিলরের স্ত্রী বনথা বিজয়ার মাথায় বন্দুক ঠেকিয়ে হাত পা বেঁধে বাড়ির আলমারিতে থাকা লক্ষাধিক টাকা, সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দেয় তারা। ঘটনার পরেই শোরগোল পড়ে যায়, এলাকায় ছুটে আছেন প্রতিবেশীরা।
কাউন্সিলর বনথা মুরলিধর রাও এর স্ত্রী বনথা বিজয়া দেবী বলেন, ডাকাতের দলে ৪জন ছিল। কোনও কিছু বুঝে ওঠার আগেই ডাকাতি করে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। ঘটনার পরেই টাউন থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার
তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।রেল শহরে ফের দুষ্কৃতী রাজের ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছাড়িয়েছে।