সঙ্কেত ডেস্ক: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ‘নবান্ন অভিযানের’ পর জুনিয়র চিকিৎসকদের ডাকে সোমবার লালবাজার অভিযান ঘিরে ফের তটস্থ রাজ্য সরকার। আরজি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় প্রায় ১ মাস হতে চলল। সুবিচারের দাবিতে রোজই রাজ্যের নানাপ্রান্তে পথে নামছেন সাধারণ মানুষ। শুরু থেকেই আরজি করের ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে লালবাজার সেই অভিযোগও উঠছে আন্দলনমঞ্চ থেকে। এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোমবার ‘লালবাজার অভিযান’ এর ক দেন জুনিয়র চিকিৎসকেরা। লাল গোলাপ, রজনীগন্ধার মালা, জাতীয় পতাকা হাতে চিকিৎসকদের মিছিল ২টোয় কলেজ স্কোয়্যার থেকে মিছিল করে লালবাজারের উদ্দেশে রওনা দেন তাঁরা।
জুনিয়র ডাক্তারদের মিছিল আটকাতে সবরকম প্রস্তুতি সেরে রেখেছে কলকাতা পুলিশ। শান্তিপূর্ণ আন্দোলন রুখতে লালবাজারের সামনে বসেছে ভারী, চওড়া ব্যারিকেড। যাতে সেই ব্যারিকেড ভেঙে এগোতে না পারেন আন্দোলনকারীরা। নবান্ন অভিযান থেকে শিক্ষা নিয়েই এবার এমন অভিনব প্রস্তুতি পুলিশের। আন্দোলনকারীদের রুখতে টিয়ার গ্যাসের সেল নিয়ে তৈরি পুলিশ। এদিকে, লালবাজারের আগেই মিছিল আটকে দেওয়ায় আন্দোলনকারীরা ফিয়ার্স লেনের সামনে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কুশপুতুল পোড়ান। তাঁদের দাবি, লালবাজারে কমিশনারের সঙ্গে তাঁদের দেখা করতে দিতে হবে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা কমিশনারকে ডেপুটেশন দিতে চান। বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে। নাহলে তাঁরা যাবেন না। মিছিল এগোতে না দিলে সেখানেই বসে থাকবেন তাঁরা। রাস্তার উপরেই অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা। এরই মাঝে পুলিশ জানিয়ে দেয় মিছিল আর এগোতে দেওয়া হবে না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *