নিজস্ব প্রতিনিধি: সামনে লোকসভা ভোট তার আগে বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হল রাজ্য বিধানসভায়। মনমোহিনী এই বাজেট একধাক্কায় বাড়ল সিভিক ভলান্টিয়ার, ভিলেজ, গ্রিন পুলিশের ভাতা বাড়ল হাজার টাকা। বছরে ৫০ দিনের কাজ, রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘কর্মশ্রী।

তবে সামনে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এবারের বাজেটে নিঃসন্দেহে মমতার মাস্টারস্ট্রোক লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো।২০২৪ সালের এপ্রিল থেকে জেনারেল ক্যাটেগরির আওতায় মহিলারা মাসে ১,০০০ টাকা পাবেন। তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা ১,২০০ টাকা পাবেন। মে মাস থেকেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সেজন্য বছরে বাড়তি ১২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

চলতি বছর বাজেটে ১.৫ লাখের সিভিক ভলান্টিয়ার, সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা বাড়ানো হচ্ছে। ভাতা ১,০০০ টাকা বাড়বে। রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে।। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্র্যাকচুয়াল কর্মীরা ২ বা ৩ লক্ষ টাকা অবসরকালীন সুবিধা পেতেন তারা সেটা ৫ লক্ষ টাকা করে পাবেন।

এছাড়া বাজারে মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পান। বৃহস্পতিবারের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ১৪ শতাংশ। অর্থাৎ, এখনও ডিএ-র ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য ফারাক থাকছে ৩২ শতাংশ।এক আর্থিক বছরে এই নিয়ে পরপর তিন বার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মমতা।

এবার রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘কর্মশ্রী’-র ঘোষণা করা হল। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে এই নতুন প্রকল্প।১০০ দিনের কাজ করে যারা টাকা পায়নি তাদের জন্য কর্মশ্রী প্রকল্প। ৫০ দিনের কাজের দিবস তৈরি রাজ্যের। এর জন্য বরাদ্দ ১৮০ কোটি টাকা।

পাশাপাশি চলতি বছর বাজেটে মৎস্যজীবীদের জন্য ‘সমুদ্রসাথী’ প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার (west bengal government)। ‘পথশ্রী’ প্রকল্পের জন্যও অর্থ বরাদ্দ করা হল।এর মাধ্যমে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস প্রতি মাসে ৫ হাজার টাকা করে পাবেন। এর ফলে প্রায় ২ লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে।
এছাড়াও বেতন বৃদ্ধি করা হয়েছে মিড ডে মিলের রধুনিদের বেতন । পরিযায়ী শ্রমিকদের আনা হল স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে।

সেই রাজ্যের দারিদ্রের হার কমছে বলে বাজেট পেশ করার সময় জানান চন্দ্রিমা। তাঁর দাবি, তৃণমূল সরকার ক্ষমতায় আসার কয়েক বছর আগে, ৫৭.৬০ শতাংশ রাজ্যবাসী দারিদ্রসীমার নীচে ছিলেন। তৃণমূল সরকার আসার পর ২ কোটির বেশি মানুষের জীবিকা সংস্থান হয়েছে। ফলে দারিদ্রসীমার নীচের মানুষের সংখ্যা কমে ৮.৬০ শতাংশ হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *