সংবাদদাতা,পাণ্ডবেশ্বর: লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পাণ্ডবেশ্বর বিধানসভার ১২ টি অঞ্চলে শুরু হলো দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক কর্মীসভা। আজ সোমবার পাণ্ডবেশ্বর ব্লকের কেন্দরা গ্রাম পঞ্চায়েত এবং বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। কেন্দ্রা অঞ্চলের সাংগঠনিক সভাটি হয় কেন্দ্রা গ্রামের কেন্দ্রা অঞ্চল অফিসে ও বৈদ্যনাথপুর অঞ্চলের সভাটি হয় পাণ্ডবেশ্বর এর সুমন ম্যারেজ হলে। উক্ত কর্মীসভায় উপস্থিত ছিলেন, ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, কেন্দ্রা অঞ্চলের অঞ্চল সভাপতি যমুনা ধীবর, বৈদ্যনাথপুর অঞ্চলের অঞ্চল সভাপতি রবিন পাল সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।মূলত এই সভা থেকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বার্তা দেন, বিগত ২০২২ লোকসভা উপনির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভার যে এক লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে ছিল পাণ্ডবেশ্বর বিধানসভা তার ধারা অব্যাহত রাখারই মূল উদ্দেশ্য। বিধানসভার প্রতি অঞ্চলের দলীয় কর্মীদের জয়ের লক্ষ্যমাত্রা দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।