সঙ্কেত ডেস্ক: লোকসভা নির্বাচনের আগেই দেশে চালু হতে পারে ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ তথা ‘সিএএ’। স্বরাষ্ট্রমন্ত্রকের এক সূত্রের তরফে এমনটাই দাবি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সরকার এই আইনের উপর কাজ করছে। এই আইনের সমস্ত নিয়মাবলী তৈরি হয়ে গিয়েছে।
লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই এই আইন লাগু হয়ে যাবে দেশজুড়ে। ২০১৯ সালে কেন্দ্রের তরফে নয়া নাগরিকত্ব ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রস্তাব আনা হয়। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়,২০১৫ সালের আগে পড়শি দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত অ-মুসলিম অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে।
২০১৯ সালে এই আইনটি সংসদের অনুমোদন পেয়ে তৈরি হয়েছিল। তবে এই আইনের ৪ বছর হয়ে গেলেও নিয়ম তৈরি হয়নি এতদিনে। সিএএ কার্যকর করা নিয়ে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছিল প্রথম থেকেই৷ ২০১৯ সালে গোটা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে৷ কেন্দ্রীয় সরকারের সূত্রে খবর মিলেছে, সেখানে বলা হয়েছে, ‘আমরা দ্রুত সিএএ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করব৷ একবার বিজ্ঞপ্তি জারি করা হলে, সেটি আইন হিসাবে কার্যকর করা হবে ও আবেদনের ভিত্তিতে যাদের প্রাপ্য তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে৷’
তবে এবার রিপোর্টে দাবি করা হল, সিএএ সংক্রান্ত নিয়ম তৈরি হয়ে গিয়েছে। এই আবহে লোকসভা ভোটের আগেই তা কার্যকর করা হবে। লোকসভা নির্বাচনের অনেক আগেই দেশে জারি হবে সংশোধিত নাগরিকত্ব আইন।