সংবাদদাতা, ধূপগুরি: লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন, বাইসনের হানায় আহত এক মহিলা সহ দুই। বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারী বাইশচালা এলাকায় ঢুকে পড়ে তিনটি বাইসন বলে দাবি ,রীতিমতো তাণ্ডব চালায় এলাকায়। সোনাখালী জঙ্গল থেকে লোকালয়ে ঐ এলাকায় ঢুকে পড়ে ওই তিনটি বাইসন। এদিন বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার সময় বিমল রায় নামে এক যুবককে পিছন থেকে এসে গুঁতো মারে বাইসন। বাইসনের গুঁতোয় গুরুতর জখম হয় ওই যুবক। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তীতে বাইসনের আক্রমণে জখম হয়েছে আরও এক মহিলা । তাকেও উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি হাসপাতালে। জখম মহিলার নাম আরতী রায়। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা।
একটি বাইসন জঙ্গলে ফিরলেও বর্তমানে আরো দুটি বাইসন লেবু বাগানে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনায় আহত দুইজনের নাম বিমল রায় এবং আরতি রায়।