সঙ্কেত ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই শুরু হয়েছিল বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই অল্পবিস্তর বৃষ্টি হয়েছে তবে ভেসে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ।তবে পিছিয়ে নেই উত্তরবঙ্গ। উত্তর থেকে দক্ষিণ, বর্ষণ চলছে দু’দিকেই।

আলিপুর হাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাস বলছে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ থেকে আগামী সোমবার অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশেও। যার জেরে আগামীকাল আবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (Rainfall Alert) রয়েছে বলে জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আগামী ২৮ আগস্ট অবধি বৃষ্টিপাতের এই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ঝাড়খণ্ডের অতি বৃষ্টিতে বাংলার বিপদ আরও বাড়তে পারে। ইতিমধ্যে ৪৬ হাজার কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। তবে এই জলের পরিমাণ যদি আরও বাড়ানো হয় তাহলে আর দেখতে হবে না। নতুন করে জেলায় জেলায় বন্যার সৃষ্টি হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *