March 22, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

শনিবার থেকে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমির আয়োজনে এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর, দুর্গাপুরের ব্যবস্থাপনায় ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায় সৃজনী প্রেক্ষাগৃহ, দুর্গাপুরে তৃতীয়বারের জন্য অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভাল। আগামী ১৫ই এবং ১৬ ই ফেব্রুয়ারি ২০২৫ দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ ১৫ ই ফেব্রুয়ারি মঞ্চে উপস্থিত থাকবেন পন্ডিত কুমার বোস (তবলা), শ্রী হিরন্ময় মিত্র (হারমোনিয়াম), শ্রী অভিষেক লাহিড়ী (সরোদ), শ্রী উজ্জ্বল ভারতী (তবলা)। ঠিক পরের দিন অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারি মঞ্চে উপস্থিত থাকবেন পন্ডিত রোনু মজুমদার (বাঁশি), পন্ডিত অভিজিৎ ব্যানার্জি (তবলা), শ্রীমতি ইন্দ্রানী মুখার্জী (কণ্ঠ), শ্রী অপূর্ব মুখার্জি (তবলা), শ্রী গৌরব চ্যাটার্জী (হারমোনিয়াম)।প্রতিদিন বিকেল ৫ টা ৩০ মিনিট থেকে এই অনুষ্ঠান শুরু হবে বলে জানান উদ্যোক্তারা।
এই উপলক্ষে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে উদ্যোক্তাদের পক্ষ থেকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপা্যায়ের অনুপ্রেরণায় প্রতিবছরই রাজ্যের বিভিন্ন প্রান্তে শাস্ত্রীয় সঙ্গীতকে পৌঁছে দিতে শাস্ত্রীয় সঙ্গীতের আসরের আয়োজন করা হয়,গতবারের মতো এবারও এই আসরে সঙ্গীত জগতের দিকপাল অংশ গ্রহন করবেন ।”এই শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানটির উৎকর্ষতাকে সবার মধ্যে পৌঁছে দেওয়া এবং সামগ্রিকভাবে সাফল্যমন্ডিত করে তোলার জন্য দুর্গাপুরবাসীদের আন্তরিক আমন্ত্রণ জানান মন্ত্রী শ্রী মজুমদার।
সংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সঙ্গীত একাডেমির কর্মকর্তা দেবজ্যোতি বসু,রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগের জয়েন্ট ডিরেক্টর কলপেন্দু মুখার্জি,এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল সহ অন্যান্যরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.