নিজস্ব প্রতিনিধি: বাংলায় বর্ষবরণের উৎসবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা না থাকলেও শনিবার সকাল থেকে আসানসোলে কুয়াশার চাদরে ঢাকলো শিল্পাঞ্চলের এলাকা। শনিবার সকাল থেকেই কুয়াশা চাদরে মোড়া শহর আসানসোল। এদিন সকাল থেকে কনকনে ঠান্ডা জেলা জুড়েই। আসানসোল সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ডিগ্রির আশপাশে দেখা যায়।তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্য দেখা গেছে।তবে সকাল সন্ধে শীতের আমেজ কিছুটা থাকবে। মনোরম পরিবেশেই বর্ষবরণ হবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানা গেছে। কিন্তু ঘন কুয়াশায় বাড়তে পারে দুর্ঘটনা। দৃশ্যমানতা শূন্যের কাছে প্রবল শৈত্যপ্রবাহে নাজেহাল হতে হয় শিল্পাঞ্চলের মানুষকে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা নেই। কারণ পশ্চিমী ঝঞ্ঝার ফলে আটকে রয়েছে উত্তর – পশ্চিমের শীতল হাওয়া। এর উপর দোসর পূবালী হাওয়া। ফলে, আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশিই থাকবে।

দক্ষিণবঙ্গে শীতের দেখা না পাওয়া গেলেও, উত্তরবঙ্গে তুষার পাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। পূর্বাভাস অনুযায়ী, সিকিমে বৃষ্টি ও তুষারপাত হবে। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *