সঙ্কেত ডেস্ক: বোলপুর শান্তিনিকেতন মেলার মাঠে ঐতিহ্যময় পৌষ মেলা ফিরে আসায় সবার প্রথমে অখিল ভারত হিন্দু মহাসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পৌষমেলা আয়োজক কমিটি এবং বোলপুর সহ সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানাচ্ছে । বিগত দুই বছর ধরে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে অখিল ভারত হিন্দু মহাসভা বোলপুরে নিরবিচ্ছিন্ন ভাবে বিক্ষোভ কর্মসূচি, জন আন্দোলন এবং পথসভা সহ একাধিক রাজনৈতিক কর্মসূচি করে এসেছে শান্তি নিকেতন মেলার মাঠে ঐতিহ্যমণ্ডিত পৌষমেলা এবং দোল উৎসব ফিরিয়ে আনার জন্য। শুধু তাই নয় কলকাতার রবীন্দ্রসদন রানুছায়া মঞ্চেও হিন্দু মহাসভা “শান্তিনিকেতনের লোককথা” শীর্ষক একাধিক হস্তশিল্প মেলার আয়োজন করে বিশ্বভারতীর মাঠে মেলা ফিরিয়ে আনার জন্য জনমত গঠনের কাজ করেছে। অবশেষে পৌষ মেলা তার স্বস্থানে ফিরে আসায় অখিল ভারত হিন্দু মহাসভা মেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করতে আগামী রবিবার বোলপুর শান্তিনিকেতন যাচ্ছে । সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ঠাকুর পরিবারের সাথে যেহেতু অখিলভারত হিন্দু মহাসভার মতাদর্শগত অনেক মিল ছিল এবং ঐতিহাসিক হিন্দুমেলা আয়োজনেও বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুর পরিবার বরাবর অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তাই সেই ইতিহাসকে স্মরণ করে এই বছর পৌষ মেলায় হস্তশিল্পের স্টল দিতে বিশেষ ভাবে আগ্রহী অখিল ভারত হিন্দু মহাসভা। এই উদ্দেশ্য নিয়ে আগামী রবিবার অখিল ভারত হিন্দু মহাসভা আবেদন পত্র সহকারে ফর্ম পূরণ করে জমা দিতে চলেছে পৌষ মেলায় স্টল দেওয়ার দাবী নিয়ে । ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে ঐতিহ্যমণ্ডিত শান্তিনিকেতনের পৌষ মেলায় অংশগ্রহণ করলে যে এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *