নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর
রাতের অন্ধকারে চুপিসারে নিকাশী নালা ভরিয়ে সরকারি খাস জায়গায় চলছিল অবৈধ নির্মাণ। পঞ্চায়েত প্রধানের থেকে অভিযোগ পেয়েই সটান ঘটনাস্থলে পোঁছে যান ভূমি দপ্তরের আধিকারিক।
ঘটনা সরজমিনে দেখেই রণমূর্তি অধিকারিকারিকের,দ্রুত নির্মাণ কাজ ভেঙে ফেলার নির্দেশ দেন ভূমি দপ্তরের আধিকারিক।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকায়। জানা যায় ঘাটালের মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের বরকতিপুর এলাকার দুই দাপুটে ব্যবসায়ী মনসা খাঁ ও মলয় খাঁ অবৈধভাবে সরকারি খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছেন। এলাকার মানুষের অভিযোগ, বারংবার স্থানীয় নেতৃত্বদের বিষয়টি অবগত করা হলেও, নিশ্চুপ থেকেছেন তারা।শাসক দলের নেতাদের মদতেই চলছিল এই অবৈধ নির্মাণের কাজ বলে বিস্ফোরক দাবী এলাকাবাসীর।
এদিকে এ ঘটনা কানে পৌঁছতেই মনসুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মাণ কাজ বন্ধ করেন এবং খবর দেন ভূমি দপ্তরে। খবর পেয়েই ভূমি দপ্তরের আধিকারিকরা পৌঁছে
ওই অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেন। পাশাপশি কড়া ভাবে জানানো হয় যদি প্রশাসন এসে এই অবৈধ নির্মাণ ভাঙার কাজ করে , তবে তার সম্পূর্ন খরচ বহন করতে হবে নির্মাণকারীদের। আধিকারিকের এহেন কড়া দাওয়াইয়ে শেষমেষ পিছু হটে নির্দেশ মেনে নিতে সচেষ্ট হয়েছেন নির্মাণকারীরা।