নিজস্ব প্রতিনিধি:আজ ৬ ই ডিসেম্বর কলকাতার ঐতিহ্য মন্ডিত শ্যামবাজার এ ভি স্কুলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের প্রথম কলকাতা জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। সভাপতিত্ব করেন ঐ স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন কুমার মুখার্জি। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। সম্মেলনে দাবি ওঠে আগামী লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তার জন্য প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স, ভোট কর্মীদের নিজ ইচ্ছা অনুযায়ী ভোটদানের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত, শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিম চালু, এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান, শূন্য পদে দুর্নীতিমুক্ত নিয়োগ, অস্থায়ীদের ন্যূনতম বেতন কাঠামো সহ এক গুচ্ছ দাবি।
সম্মেলনের মধ্য দিয়ে কলকাতা জেলার সভাপতি হয়েছেন কুশ বেহারা, সম্পাদক দীপংকর দে, কোষাধ্যক্ষ পরিতোষ নস্কর।