নিজস্ব সংবাদদাতা:বাংলার পুলিশকে ‘খালিস্তানি’ বলে মন্তব্য করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । প্রতিবাদে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটির একটি ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘বিজেপির বিভাজনের রাজনীতি সাংবিধানিক সীমা ছাড়িয়ে যাচ্ছে। বিজেপি তা হলে মনে করে, যারা পাগড়ি পরেন তাঁরাই খলিস্তানি!’ এদিকে ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বাংলার শিখ ধর্মাবলম্বীরাও। কলকাতা এবং আসানসোলের পথে নেমেছেন শিখ সম্প্রদায়ের মানুষ।
জানা গেছে মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল সন্দেশখালি যাওয়ার চেষ্টা করছিলেন। বিজেপির ওই কর্মসূচিতে শুভেন্দুর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা সহ আরও অনেকে। শুভেন্দুরা পৌঁছোনোর আগেই এদিন ধামাখালিতে ১৪৪ ধারা জারি করা হয়। সেখানেই বিজেপির নেতা-কর্মীদের বাধা দিতে আসে পুলিশ বাহিনী। সেই বাহিনীর সর্বাগ্রে ছিলেন পাগড়ি পরিহিত ওই আইপিএস অফিসার যশপ্রীত সিং।যাঁকে দেখে ‘খলিস্তানি’ বলে মন্তব্য করা হয় বলে অভিযোগ।এই ঘটনায় পাল্টা জবাব দেন ওই পুলিশ কর্তাও। তিনি জানান, তাঁর মাথায় পাগড়ি রয়েছে বলেই কী তিনি খালিস্তানী ? কেন তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তা নিয়েও বিরক্তি প্রকাশ করেন ওই অফিসার।
এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই আইপিএসকে নিশানা করে খলিস্তানি বলেছেন। যদিও বিজেপির তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এবিষয়ে শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, ‘বিজেপি এই ধরনের মন্তব্য করে না। এই ধরনের কথা বলাকে আমরা কোনওভাবেই সমর্থন করি না।’পাশাপাশি মিছিলে থাকা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল নিজে মমতার পোস্টকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মমতাকে চ্যালেঞ্জ করেছেন। তিনি জানান, কখনই কোনও পুলিশ আধিকারিককে খলিস্তানি বলা হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যে প্রচার। এমন কোনও প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনতে বলেছেন অগ্নিমিত্রা।