সংবাদদাতা,পুরুলিয়া :- শিবরাত্রি উপলক্ষে শুক্রবার ও শনিবার চোখে পড়ার মতো ভিড় পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার অন্তর্গত লহরিয়া শিব মন্দিরে। এই দুই দিন ভোর রাত থেকে হই মন্দিরের বাইরে লাইন পড়েছে পুন্যার্থীদের। প্রত্যেকেই লহরিয়া ড্যামের জলে স্নান করে এসে মন্দিরে পুজো দিচ্ছেন এবং এখানকার শিবের মাথায় জল ঢালছেন। এলাকা ছাড়াও পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ড থেকেও প্রচুর মানুষের আগমন ঘটে প্রতিবছর। এবছরও তা বাদ যায়নি। সেইজন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। কমিটির ভলেন্টিয়ারস ছাড়াও পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।