শিল্প শহরে আবারো হতে চলেছে “সৃষ্টিশ্রী” মেলা

শিল্প শহরে আবারো হতে চলেছে “সৃষ্টিশ্রী” মেলা

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: শিল্প শহরে আবারো হতে চলেছে “সৃষ্টিশ্রী” মেলা ।গতবারের সাফল্যের পর দ্বিতীয় বর্ষের আইনমেলা আগামী ১৭ জানুয়ারি থাকে ২৩ জানুয়ারি পর্যন্ত
স্থানীয় পলাশডিহার দুর্গাপুর হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে । শনিবার দুর্গাপুর নগর নিগমে আয়োজিত এক বৈঠকে একথা জানান রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ।তিনি জানান দুর্গাপুরের এই মেলায় পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং অন্যান্য জেলার পণ্য প্রদর্শিত হবে। মোট ৬২টি স্টলে প্রদর্শিত হবে হস্তশিল্প,গহনা,তৈরি পোশাক, শাড়ি,খাবারের স্টল প্রভৃতি।মেলায় বিশিষ্ট পণ্যের মধ্যে থাকবে বালুচরি শাড়ি, ডোকরা কারুশিল্প, শান্তিপুরী তাঁত, ধনিয়াখালি শাড়ি, গোবিন্দভোগ এবং তুলাইপাঞ্জি চাল, মাদুর মাদুর, জয়নগর মোয়া, মিহিদানা, সীতাভোগ, পটচিত্র, ছৌ মুখোশ, কাঠের মুখোশ এবং মুর্শিদাবাদ সিল্কপ্রমুখ।
এবারের মেলার প্রধান আকর্ষণ সৃষ্টিশ্রী প্যাভিলিয়ন, একটি বিশেষভাবে পরিকল্পিত প্রদর্শনী যেখানে রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিফলিত করে প্রিমিয়াম স্বনির্ভর গোষ্ঠীর পণ্য প্রদর্শন করা হবে।সেই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি প্রচার এবং ব্যাংকিং-সম্পর্কিত প্রশ্নের সমাধানের জন্য ব্যাংকিং প্রতিষ্ঠানগুলির অংশগ্রহণ করবে এই মেলায় । পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর কার্যক্রমকে সমর্থনকারী বিভিন্ন সরকারি বিভাগ এবং সংস্থার স্টল থাকবে এখানে । এছাড়াও মেলায়
আদিবাসী শিল্পকলা তুলে ধরার জন্য থাকবে বিখ্যাত শিল্পীদের প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলায় থাকবে ঢেঁকি চাটা ভাত, ঘি, মধু, পিঠা, কাবাব, মাছ ভাজা, বিরিয়ানি এবং ফুচকার মতো ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার জন্য একটি অনন্য ফুড কোর্ট। এছাড়াও মেলায় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ,যেখানে অংশ নেবেন শ্রীরাধা বন্দোপাধ্যায়,রূপঙ্কর,এর মত জনপ্রিয় শিল্পীরা।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১১ সাল থেকে রাজ্যে সেলফ হেল্ফ গ্রুপ এর সংখ্যা এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। SHG পণ্যগুলি এখন ভারত এবং তার বাইরেও বাজারে পৌঁছেছে। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (WBSRLM), যা আনন্দধারা নামে পরিচিত।যাদের মূল উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি ও তাদের জীবনযাত্রার মান উন্নত করা।
গ্রামীণ পণ্য বিপণনের গুরুত্ব উপলব্ধি করে, পশ্চিমবঙ্গ সরকার WBSRLM-এর অধীনে প্রথম ধরণের বিপণন কেন্দ্র “সৃষ্টিশ্রী” চালু করেছে। এই কেন্দ্রে রাজ্য জুড়ে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা তৈরি হস্তশিল্পের পণ্যগুলি প্রদর্শিত হয়। মহিলারা তাদের নিজস্ব স্টল পরিচালনা করেন, খুচরা অভিজ্ঞতা অর্জন করেন এবং বৃহত্তর বাজারে পরিচিত হন, যার ফলে ন্যায্য মূল্য এবং টেকসই জীবিকা নিশ্চিত হয়।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *