সঙ্কেত ডেস্ক: ভরা ডিসেম্বরেও ঠিক যেন ‘বসন্ত জাগ্রত দ্বারে’, মাঠে নেমেই চালিয়ে ব্যাট করলেও গত কয়েক দিন হল বাংলা থেকে শীত একেবারে উধাও। গরম পোশাকও খুব বেশিক্ষণ গায়ে রাখা যাচ্ছে না। জাঁকিয়ে শীতের ছিটেফোঁটাও নেই।শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বলা যায়, কলকাতার গড় তাপমাত্রা শুক্রবার থাকবে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৮ থেকে ৯২ শতাংশ।আলিপুর আবহাওয়া দফতরের তরফে খবর, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তারই দাপটেই এপাড় বারংলার শীতের দফারফা। ওই ঘূর্ণাবর্তের জেরে কমে যাচ্ছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। বদলে ঢুকে পড়ছে প্রচুর জলীয় বাষ্প। এই কারণে ডিসেম্বরে দিনেরবেলায় গরম অনুভুত হচ্ছে। আগামী অন্তত আরও ৫ দিন এইরকমই পরিস্থিতি থাকবে। অর্থাৎ, আপাতত শীত সোনার পাথর-বাটি। জানুয়ারির প্রথম সপ্তাহে ঠান্ডার তেমন অনুভূত হবে না।