সুনন্দা বিশ্বাস :-
জানা কথা শীতের হাত থেকে বাঁচতে প্রাথমিক প্রয়োজন শীতের পোশাক -কম্বল,- সেইজন্য কোনো চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে যদি শীতে রোগী কষ্ট পায়,- তাহলে খবরের শীর্ষে আলোচিত হয় ওই হাসপাতালের রোগীরা তথা হাসপাতালও ।প্রাসঙ্গিক কথা লেখা হয় যে,-হাসপাতলে ভর্তি রোগীদের কম্বল না দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে । হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়কে সামনে পেয়ে এমনটাই অভিযোগ করলেন রোগী ও তাদের আত্মীয়রা। সব বিষয়ে জেনে হাসপাতালের কর্মচারীদের এই বিষয়ে সতর্ক করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। হঠাৎই সোমবার কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় হাসপাতাল পরিদর্শনে যান । সেখানে দেখতে পান,-মেল ওয়ার্ডে বেশ কয়েকজন রোগী চেয়ারম্যানকে অভিযোগ করেন যে এই শীতের সময় তাদের কোন রকম শীতের হাত থেকে বাঁচার জন্য কোনো রকম ব্যবস্থা করছে না বা কম্বল দেওয়াও হচ্ছে না । শুধু এখানেই শেষ নয় তাদের আরো অভিযোগ,কম্বল না দেওয়ার পাশাপাশি হাসপাতালের পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না তারা । ফলে অসুবিধার সম্মুখীন হোচ্ছে তাদের। সব কথা শুনে সাথে সাথেই চেয়ারম্যান সেই ওয়ার্ডের নার্সদের ডেকে বিষয়টি জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে ব্যর্থ হয় । তবে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন চেয়ারম্যান।