সংবাদদাতা: শীর্ষক ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় একদিনের বিনমুল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা বিজোন এস এন বস্তি  সংলগ্ন খেলার মাঠে । এদিন এই চক্ষু পরীক্ষা শিবিরে এলাকার পারি শতাধিক মানুষ নিজেদের চক্ষু পরীক্ষা এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান রিঙ্কু দাস , সম্পাদক সঞ্জয় সাহু , সহ শীর্ষক ফাউন্ডেশন এর সমস্ত সদস্যরা , এই শিবির কে ঘিরে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ ছিলো চোখে পড়ার মতন ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *