নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর

পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল মেদিনীপুর কলেজের ছাত্র শুভজিৎ দোলই ও তার এক সহপাঠী।সোমবার সকলেই সেই তরতাজা যুবকের জীবনের প্রদীপ নিভে গেল!
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজের তত্ত্বাবধানে শালবনীর গোয়াল ডিহি উচ্চ বিদ্যালয় এ মাশরুম চাষের প্রশিক্ষণ চলছিল, সেখানে যোগ দিতে বাইক নিয়ে রওনা হয়েছিল নিউট্রিশন বিভাগের প্রথম বর্ষের দুই ছাত্রশুভজিৎ দোলই(১৮)ও জিতেন্দ্র নাথ পাতর (১৮)।
এরপর শালবনীর চ্যাংশোলে একটি বাসের সাথে ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছিল ওই ছাত্র।
এরপর মাথায় গুরুতর আঘাত থাকায় মেদিনীপুর মেডিক্যাল কলেজের ICU-তে ভর্তি করা হয়েছিল শুভজিৎ দোলই-কে। তারপর থেকেই তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি ঘটে।মেদিনীপুর মেডিক্যাল কলেজের তরফে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা যায় কোমায় ছিলেন শুভজিৎ। সেক্ষেত্রে মস্তিষ্কের অস্ত্রপচার ছাড়া কোন উপায় ছিল না। এদিকে নিউরো সার্জারি বিভাগ না থাকায়, তা সম্ভব ছিলনা মেদিনীপুর মেডিক্যাল কলেজে।
এদিকে গত ২৩ ফেব্রুয়াঋণ বিকেলে কলেজ চত্তর উত্তাল হয়েছিল সহপাঠীদের আন্দোলনে।সহপাঠীরা দাবি করেছিলেন সমস্ত চিকিৎসার জন্য ব্যয়ভার কলেজ কে বহন করতে হবে।শেষমেষ এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্র চিকিৎসার জন্য দায়ভার নেওয়ার আশ্বাস দেওয়ার পরেই সংশ্লিষ্ট সকলের মিলিত প্রচেষ্টায় শুভজিৎ-কে তড়িঘড়ি নীলরতন সরকার মেডিক্যাল কলেজের আইসিসিইউ-তে ভর্তি করা হয়। পরিবার ও পড়ুয়ারা আশায় বুক বেঁধেছিলেন তাদের প্রিয় সহপাঠী ও বাড়ির ছেলে সুস্থ হয়ে ফিরে আসবে।
কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস! থেমে গেল শুভজিৎ এর হৃদস্পন্দন।সাত দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর সোমবার সাত সকালে মৃত্যু হয় ওই ছাত্রের।
কলেজের একটি সূত্রে জানা যায়, সোমবার প্রায় সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ আইসিসিইউতে শুভজিৎ এর।এই দুঃসংবাদ আসতেই পড়ুয়াদের মন ভারাক্রান্ত, শ্মশানের মত নিস্তব্ধতা নেমেছে মৃত ছাত্রের পরিবারে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *