নিজস্ব প্রতিনিধি: দেশের পাশাপাশি রাজ্যেও সাত দফায় ভোট। ইতিমধ্যেই এক দফার ভোট সম্পন্ন হয়েছে। এখনও বাকি ছয় দফা। আজ মঙ্গলবার বর্ধমান-দুর্গাপুর তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ নিজের মনোনয়ন জমা দিলেন। মঙ্গলবার সকালে সাদা ধুতি, মেরুন পাঞ্জাবি পরে প্রথমে বর্ধমান শহরের সর্বমঙ্গলা মন্দিরের পূজা দেন কীর্তি আজাদ। এর পর রওনা দেন বর্ধমান টাউন হল ময়দানে। তার পর সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলাশাসকের অফিসে এসে মনোনয়ন জমা দেন প্রাক্তন ক্রিকেটার।
এদিন কীর্তি আজাদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে কীর্তি আজাদ বলেন, “আপনারা জনগণের উৎসাহ দেখতেই পাচ্ছেন। আমার র্যালিতে মানুষ প্রচুর ভালবাসা দিয়েছে। বর্ধমান দুর্গাপুরে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। সমস্ত কর্মী সমর্থক নেতারা মিলে একসঙ্গে কাজ করছে। আমার কাছে এটা কোনও শক্ত প্রতিযোগিতাই নয়।”
প্রসঙ্গত উল্লেখ্য ১৩ মে চতুর্থ দফায় বাংলার আরও ৮ আসনের সঙ্গে বর্ধমান-দুর্গাপুর আসনেও ভোট হবে। এই কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার লড়বেন বিজেপির দিলীপ ঘোষ এবং বাম প্রার্থী প্রাক্তন অধ্যাপক ড. সুকৃতি ঘোষালের সঙ্গে।