সুনন্দা বিশ্বাস :-
আগে থেকেই জানিয়ে দেওয়া হয় মোটামুটি তিন দিন ট্রেন সংক্রান্ত৬ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য সব ট্রেন ঠিক সময় চালাচালে প্রতিশ্রুতি থেকে বিরত। আজ সেই দিন। ১৬/০৩/২০২৪ সকাল থেকেই বারাসাত প্লাটফর্ম এ দেখতে পেলাম মানুষের মেলা। কেউ ছুটছে, কেউ চিৎকার কোরছে, কেউ অফিস বা কাজের জায়গায় ফোন কোরে বলছে -“এবার কি হবে “!- আমার মতো কেউ কেউ বলছে -” যা এক দিনের টাকা গেলো “! – “এমনি চলে না..!!- তাতে – তত্ত্ব – না পান্তা”। কেউবা বাস ধরার জন্য দৌড়াচ্ছে। কেউবা বাসস্ট্যান্ড থেকে ভীড় দেখে প্লাফর্মে ফিরে বলে -” পারলাম না “! সত্যি তাই,- বনগাঁ লাইনে আমার দেখা সমুদ্র সম মানুষের ভীড়, আর প্রতিদিন অসংখ্য মানুষ কাজের উদ্দেশে কলকাতা তে যাওয়া এ যেন এক যুদ্ধ যুদ্ধ খেলা। বাদুড় ঝোলা কোরে অফিস যাওয়া – আসা সত্যি যেন স্রোতে ভাসা। প্রতি দিনকার মতো আজ সকালে ট্রেনে উঠে লেডিস কম্পেরমেন্টে কিন্তু ঝগড়া শোনা গেলোনা। কেমন যেন হতাশ হতাশ ব্যাপার। আজ সকালে ট্রেন গন্ডগোলের এক অভিজ্ঞতার সারাংশের সাথে মানুষ গুলোর মধ্যে কি যেন এক ক্লান্তির ছোঁয়া।!