সঙ্কেত ডেস্ক: উত্তর ২৪ পরগার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা। স্থানীয়দের রোষের মুখে পড়ল ইডি। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।
শুক্রবার ভোরের আলো ফুটতেই, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুর বিনয় কুমার ঘোষের বাড়িতে পৌঁছন ইডি অফিসাররা। একই সময়ে আর একটি তদন্তকারী দল সন্দেশখালির এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ির কাছে পৌঁছয়। ওই তৃণমূল কংগ্রেস নেতার নাম শাহজাহান শেখ।তবে সেই বাড়ি তালাবন্ধ ছিল। ঘণ্টাখানেক কোনও সাড়া না পেয়ে সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। সেই সময় ঘটনাস্থলে পৌঁছোন বেশ কয়েকজন স্থানীয়। তাঁরা নিজেদের তৃণমূল নেতার অনুগামী পরিচয় দিয়ে ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন
জনতার চাপে শেষে ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হন ইডি আধিকারিকরা। তবে এরপরেও ইট-পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েকজন। মুহূর্তের মধ্যে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকায়। ঘটনায় এক ইডি অফিসারের মাথা ফাটে। ভেঙে চুরমার করে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। আহতদের কলকাতার একটি স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতির মামলাকে কেন্দ্র করেই ওই দুই জায়গায় হানা দেওয়া হয়েছে। জেলবন্দি আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার স্ক্যানারে শাগরেদরাও।দুই ২৪ পরগনায় আজ অভিযানে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। দক্ষিণ ২৪ পরগণা সরবেড়িয়া থেকে বনগাঁ—কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই খানাতল্লাশি করছে ইডি।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই এইসব ধরপাকড় বাড়বে। দাপট দেখাবে ইডি–সিবিআই–আয়কর দফতর।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *