সঙ্কেত ডেস্ক: সন্দেশখালিতে গতকাল আক্রান্ত হয় ইডি। ঘটনায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভরতি হন তিন আধিকারিক। তাঁদের মধ্যে দু’জনের মাথায় আঘাত করা হয়। তবে সেই ঘটনায় এবার ইডির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে ন্যাজাট থানার পুলিশ।জানা যাচ্ছে, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা।
অন্য দিকে ইডি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার এসপি জোবি থমাসের কাছে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে । সেই অভিযোগে ইডি অবশ্য উল্লেখ করেছে, কোর্ট ওয়ারেন্ট নিয়েই শুক্রবার শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন আধিকারিকরা। ইডির অভিযোগের প্রেক্ষিতেও পৃথক এফআইআর হয়েছে। শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে হয়েছে সেই এফআইআর।
এদিন সকালে ন্যাজাট থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকেও রুজু করা হয়েছে একটি মামলা। সন্দেশখালির ঘটনায় এনিয়ে রুজু হল মোট তিনটে মামলা।জেলা পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ-সহ মোট তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। বিনা ওয়ারেন্টে কেন তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালানো হল, সেই অভিযোগও এফআইআরে করা হয়েছে। মামলার পাশাপাশি পুরো ঘটনার বিষয়ে জানান হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও। যদিও ঘটনার ২৪ ঘণ্টা পেরোলেও এখনো গ্রেপ্তার হননি কেউই।এই পরিস্থিতিতে শুক্রবারের ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যা শুরু হয়েছে বলেও জেলা পুলিশের দাবি। এদিকে শুক্রবারের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন। জানা গিয়েছে জেলা প্রশাসনের সঙ্গে একদফায় কথা বলেছেন রাজ্যে মুখ্যসচিব বিপি গোপালিকা।