সঙ্কেত ডেস্ক: ‘সন্দেশখালির অপরাধীরা সাজা পাবেই, সারাজীবন জেলে কাটাতে হবে।’ বৃহস্পতিবার কোচবিহারের কোচবিহারের রাসলীলা ময়দানেই প্রকাশ্য জনসভা সন্দেশখালির প্রসঙ্গে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি এদিন বলেন, “সন্দেশখালির দোষীদের বাঁচাতে কীভাবে তৃণমূল পুরো শক্তি লাগিয়ে দিয়েছে তা গোটা দেশ দেখেছে। সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা হয়েছে তা তৃণমূল করেছে। বিজেপি সংকল্প নিয়েছে, সন্দেশখালির দোষীদের শাস্তি দিয়েই ছাড়বে। সন্দেশখালির দোষীরা সাজা পাবেই। বাংলার বিকাশের জন্য এখানে বিজেপির মজুবত হওয়া দরকার। বিজেপিই এখানে মা-বোনেদের উপর হওয়া অত্যাচার রুখতে পারবে।” পাশাপাশি এদিন বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে নমো বলেন, ‘বিরোধীরা বলে মোদির পরিবার নেই, দেশই আমার পরিবার।’ পশ্চিমবঙ্গকে এখনও অনেক এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলায় কৃষকদের সাড়ে ৮ হাজার কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্র।’
বিরোধী জোট ইন্ডিয়াকে খোঁচা দিয়ে মোদি বলেন, ‘বিরোধীদের রাজনীতি শুধু অপপ্রচারের উপরেই টিকে আছে। ‘ইন্ডিয়া’ মিথ্যাচার। তৃণমূল, বাম, কংগ্রেস এখানে নিজেদের মধ্যে লড়ছে। দিল্লিতে এক থালিতে খায়। তৃণমূল নেতাদের দুর্নীতি প্রসঙ্গেও আক্রমণ করেন মোদি। বাংলার মানুষের টাকা নিয়ে তাঁরা দুর্নীতি করেছেন বলে অভিযোগ। তাঁর কথায়, ‘আমি বলি, ভ্রষ্টাচার হাটাও, ওরা বলে ভ্রষ্টাচার বাঁচাও। কিন্তু মোদি দুর্নীতিগ্রস্তদের সাজা দেবেই।’ কেন্দ্রীয় বঞ্চনার পালটা মোদি বলেন, ‘বাংলায় আমরা অনেক টাকা পাঠিয়েছি। এখানকার সরকারের বাধায় অনেক কাজ আটকে গিয়েছে।’
কোচবিহারে জনসভা এসে প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেনপ্রধানমন্ত্রী । তিনি বলেন, ২০১৯ সালে যখন তিনি এই মাঠে সভা করতে এসেছিলেন তখন এখানাকার প্রশাসন মাঝখানে একটি মঞ্চ বানিয়ে রেখেছিল। যার ফলে অনেক কর্মী সমর্থক এসেও মোদীকে দেখতে পায়নি। কিন্তু এবার তিনি এসে দেখেন যে সেই মঞ্চটি আর নেই। সেই কারণে এদিন জনসভায় এসে আগে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
সিএএ (CAA) নিয়ে বাংলার মানুষকে আশ্বস্ত করে মোদি বলেন, ‘বিজেপি সরকার সিএএ নিয়ে এসেছে। প্রতি পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি। বাংলার প্রতি পরিবারকে বলব, তৃণমূল, বামেরা আপনাদের ভয় দেখাতে পারে। কিন্তু আপনারা ১০ বছর আমার কাজ দেখেছেন। মোদির গ্যারান্টির উপর ভরসা রাখুন।’
এদিন কোচবিহারের রাসলীলা ময়দানে কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রমাণিক এবং আলিপুরদুয়ার কেন্দ্রের BJP প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে নির্বাচনী জনসভা করেন মোদী । বৃহস্পতিবার সকাল থেকেই কোচবিহার ছিল সরগরম। একইদিনে এই জেলায় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা ঘিরে পুলিশ মহলেও ব্যস্ততা ছিল তুঙ্গে।