সংবাদদাতা, সন্দেশখালি:শুক্রবার সকালে ফের উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর এলাকা। লাঠি-ঝাঁটা হাতে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। সন্দেশখালির ২টি গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।শুক্রবার ফের সন্দেশখালির পথে বিজেপির প্রতিনিধি দল। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এদিন প্রতিনিধি দল রওনা দেয় সন্দেশখালির উদ্দেশ্যে। তবে সন্দেশখালিতে পৌঁছনোর আগে ভোজেরহাট এলাকায় লকেট চট্টোপাধ্যায়দের আটকে দেন পুলিশ। এলাকায় রয়েছে ১৪৪ ধারা। তাই তাঁরা যেতে পারবেন না সেখানে। এই কারণেই তুমুল তর্কাতর্কি বেঁধে যায় পুলিশ ও বিজেপির মহিলা প্রতিনিধি দলের মধ্যে। বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়েছেন বিজেপি সাংসদ। ঘটনায় লকটে চট্টোপাধ্যায়কে আটক করে পুলিশ।

উল্লেখ্য শুক্রবার সন্দেশখালিতে নতুন করে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বৃহস্পতিবার জানা যায়, রাত ১২টা থেকে শনিবার পর্যন্ত ১৪৪ ধারা লাগু থাকবে। ভোজেরহাটে ১৪৪ ধারা নেই। তা সত্ত্বেও তাঁদের কেন আটক করা হয়েছে, এই নিয়ে প্রশ্ন তোলেন লকেট চট্টোপাধ্যায়রা। বৃহস্পতিবার সন্দেশখালি গিয়ে থানার সামনে অবস্থানে বসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে জামিনও পেয়ে যান সুকান্ত মজুমদার।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *