সঙ্কেত ডেস্ক: নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলারবেশকিছু অংশে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পরবর্তী দু’দিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। এদিকে মৌসুমী অক্ষরেখা সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপ শিবপুরী, সিদ্ধি, জামশেদপুর এবং কাঁথি হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তর প্রদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে আরবসাগর পর্যন্ত। যার জেরে সপ্তাহান্তে ফের দুর্যোগের আশঙ্কা। তবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকলেও শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল চোখে পড়বে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। মৎস্যজীবীদের বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যেই সমুদ্র থেকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
সমুদ্র উত্তাল থাকার প্রেক্ষিতে মৎস্যজীবীদের আজকের মধ্যে গভীর সমুদ্র থেকেফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৩১ তারিখ পর্যন্ত তাদের সমুদ্রে না যাওয়ার কথাও বলা হয়েছে পূর্বাভাসে।