তারক হরি, পশ্চিম মেদিনীপুর:
রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের দুটি স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে!
জানা গিয়েছে, রবিবার রাতে সবং এলাকার মোহাড় ব্রহ্মময়ী হাই স্কুল ও মোহাড় দীনবন্ধু বালিকা বিদ্যালয় এ দুর্বৃত্তরা রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটিয়েছে।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সকালে স্কুল খোলার পরে এই চুরির ঘটনা সামনে আসে।
দুষ্কৃতীরা স্কুলের তালা ভেঙে, আলমারি খুলে কাগজপত্র তছনছ করেছে। পাশাপশি দুটি স্কুলের সিসিটিভির হার্ড ডিস্কও চুরি করে নিয়ে গেছে। যদিও আলমারিতে কোনও টাকা ছিল না।
এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সবং থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।