নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
বৌদির ধর্ষণের অভিযোগ, ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ওই যুবক নিজের বৌদিকে বারংবার ধর্ষণ করে। নির্যাতিতা ঘটনার কথা পরিবারকে জানানোর পর সবং থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ১৩ ই আগস্ট এই ঘটনা নিয়ে সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে সোমবার মাধব অধিকারী নামে এক যুবককে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত মাধব বেশ কিছুদিন ধরে তার বৌদিকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল।এই ঘটনায় বৌদির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, বৌদি কেন এতদিন পরে থানায় অভিযোগ দায়ের করলেন সে বিষয়েও তদন্ত চলছে।
সবং থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবককে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনায় ক্ষুব্ধ এবং দোষীকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।