তারক হরি, পশ্চিম মেদিনীপুর: সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের, গুরুতর আরও ২জন।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গড়বেতার ১নং ব্লকের অন্তর্গত লেদাপোল জঙ্গল সংলগ্ন এলাকায় একটি সব্জি বোঝাই ভ্যানের সাথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়েছে বলে খবর।
সূত্র মারফত জানা গিয়েছে,বাইক এ বাবা মা ও একটি বাচ্চা নিয়ে গন্তব্যে রওনা হচ্ছিলেন তাঁরা।লেদাপোল জঙ্গল সংলগ্ন এলাকায় একটি সব্জি বোঝাই ভ্যানের সাথে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় ছিটকে পড়েন বাইক শাওয়ারিরা। এরপর সব্জি বোঝাই ভ্যানটি রাস্তার পাশেই উল্টে যায়।ঘটনাস্থলেই বাইকে থাকা মহিলার মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঁকুড়া হাসপাতালে পাঠানো হয়েছে।জানা যাচ্ছে বাইক আরোহীরা বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।