তারক হরি , পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় সস্ত্রীক খুন চিকিৎসক! ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য!
জানা যায়, ওই চিকিৎসকের বাড়িতে মঙ্গলবার সন্ধায় রোগী দেখানোর বাহানায় এসে ওই হোমিওপ্যাথি চিকিৎসক ও তার স্ত্রী কে নির্মম ভাবে খুন করে দুষ্কৃতিরা। কিন্তু যতক্ষণে এলাকার মানুষজন বিষয়টি অনুধাবন করে তার আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা।
একজন চিকিৎসককে কে বা কারা, কেনই বা খুন করলেন, নৈপথ্যে এর কি রহস্য, তা ভেবেই কুল কিনারা করতে পারছেন না এলাকার মানুষজন। মৃত চিকিৎসক শেখ আলাউদ্দিন(৫০) রূপসারা বিবি(৪৬) এর রক্তাত এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।
সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার ঘড়ির কাঁটা প্রায় আট টা ছুঁয় ছুঁয়, সেই সময় কয়েকজন বাইক নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার রাধামোহনপুরের ভগবানবাসান এলাকায় হোমিওপ্যাথি চিকিৎসক শেখ আলাউদ্দিন এর বাড়িতে আসেন। তারপরেই এই নির্মম খুনের ঘটনা সংঘটিত হয়।
ওই চিকিৎসকের এক আত্মীয় শামীম আখতার জানান, এদিন যখন ডাক্তার বাবুর চেম্বারে আসি, তখন লক্ষ্য করি কয়েকজন আমাকে বাড়িতে ঢোকার প্রবেশ পথ আগলে ডাক্তার বাবু রোগী দেখছেন এই যুক্তি দিয়ে আটকে দেন। কিন্তু দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হওয়ায় আমি যখন জোর করে ভেতরে ঢুকতে উদ্যত হই।সেই সময় তারা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।
আরও জানা গিয়েছে, ভগবানবাসান এলাকায় ১৬ নং জাতীয় সড়কের ধারেই বসবাস করতেন শেখ আলাউদ্দিন ও তার স্ত্রী রূপসারা বিবি। এদিন রাতে স্থানীয় মানুষজন বাড়িতে যেতেই দেখতে পান শেখ আলাউদ্দিন ও তার স্ত্রী রুপসারা বিবি রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। দুইজনের শরীরেই একাধিক ক্ষতবিক্ষত চিহ্ন। পাশাপাশি ওই চিকিৎসকের বাড়ির সামনে থেকে একটি বাইক উদ্ধার হয়েছে।
স্থানীয়দের মারফত ঘটনার খবর খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান ডেবরার এডিপিও দেবাশীষ রায় সহ ডেবরা থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কি কারণে ওই চিকিৎসক ও তার স্ত্রীকে খুন করে ফেরার হয়ে গেল আততায়ীরা ,নৈপথ্যে কি রহস্য! ধন্দে পুলিশ আধিকারিকেরা। ঘটনার পরেই জোড়া খুনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে ডেবরা পুলিশ।