সহপাঠীকে ধর্ষনের অভিযোগে ছাত্রের বিরুদ্ধে ,এলাকায় চাঞ্চল্য

তারক হরি, পশ্চিম মেদিনীপুর:একই ক্লাসে পাঠরত সহপাঠী কে ধর্ষণের অভিযোগ উঠলো এক ছাত্রের বিরুদ্ধে।গোটা ঘটনা ছাত্রীটি পরিবারে খোলসা করতেই পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হন।চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায়।
জানা গিয়েছে, শনিবার ডেবরার একই স্কুলের পড়ুয়া দু’জনে স্কুলের একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গিয়েছিলো। এরপর সেখান থেকে ফেরার পথে নির্জন স্থানে ছাত্রটি তার সহপাঠীকে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে ওই নাবালিকা বাড়ি ফিরেই সকল ঘটনার কথা পরিবারের সদস্যদের জানালে, ছাত্রীর বাড়ির লোকজন ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই এদিন রাতে ডেবরা থানার পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে, পরে তাকে গ্রেফতার করে।
সূত্রে জানা গিয়েছে, ছাত্র ও ছাত্রীটি দুইজনেই ডেবরা এলাকায় একটি স্কুলে দশম শ্রেণীতে পাঠরত, এবং তারা প্রতিবেশী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,রবিবার অভিযুক্তকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়। পুলিশের এক অধিকারীক জানিয়েছেন, ওই ছাত্র ও ছাত্রীটি একই শ্রেণীতে অধ্যায়নরত ছিলো, স্কুলের একটা ইভেন্টের পর এমন ঘটনা ঘটেছে, ছাত্রীর পরিবারের অভিযোগের পর গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।