সংবাদদাতা,দমদম: বৃহস্পতিবার ভোররাতে কলকাতা বিমানবন্দরে চলল গুলি। ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক কর্তব্যরত সিআইএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে, বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে একটি ওয়াচ টাওয়ারে। মৃতের নাম শ্রীবিষ্ণু।
জানা গেছে এদিন সকল ৫টা ১৫ নাগাদ বিমানবন্দরের ৫ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ার থেকে গুলি শব্দ আসে। গুলির আওয়াজ শুনে হইচই পড়ে যায় বিমানবন্দরে। জানা গিয়েছে, ওয়াচ টাওয়ারে কর্তব্যরত অবস্থায় ছিলেন শ্রীবিষ্ণু। ভোর ৫টা ১৫ নাগাদ হঠাৎ সেখান থেকে গুলি চালানোর শব্দ শুনতে পান বিমানবন্দরের কর্মীরা। তারপর দ্রুত ওই ওয়াচ টাওয়ারে গিয়ে দেখেন কর্তব্যরত ওই সিআইএসএফ জওয়ান মাটিতে লুটিয়ে পড়েছেন।জানা গিয়েছে, বিষ্ণুর থুতনির নীচে গুলি লাগে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ভিআইপি রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বিষ্ণুকে।
তিনি নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনার পরেই খবর যায় পুলিশে। চিনার পার্কের কাছে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই জওয়ানকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম সি বিষ্ণু বয়স ২৫। বাড়ি তেলঙ্গানায়। ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন তিনি।

এদিকে এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যান সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ। তবে কী কারণে ওই জওয়ান আত্মহত্যা করে থাকতে পারেন, তার ধারণা মেলেনি এখনও। পুলিশ তদন্তে নেমেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *