সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা,উৎস স্থল নেপাল
সঙ্কেত ডেস্ক: সাত সকালে ভূমিকম্পে(Earthquake) কাঁপল কেঁপে উঠল বাংলা। শুধু কলকাতাই নয়, কম্পন অনুভূত হয় কলকাতা সংলগ্ন এলাকাতেও। এমনকী দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে উত্তরবঙ্গও। মঙ্গলবার সকাল ৬.৪০ নাগাদ আঘাত হানে এই ভূমিকম্প। দীর্ঘ ১ মিনিট ধরে কম্পন অনুভূত হয়। আতঙ্কে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ।
জানা গেছে নেপালের উত্তর-পূর্বে লবুশে এলাকায় এই ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে তীব্রতা ৭.১। মঙ্গলবার সকালে নেপালে ভূমিকম্পের জেরে কাঁপল ভারতের বিভিন্ন এলাকা। দিল্লি-এনসিআর এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। বিহারের বিভিন্ন জেলায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। সকাল ৬টা ৪০ মিনিটে কম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।