নিজস্ব প্রতিনিধি:দুস্থ পরিবারের সদ্য স্বামীহারা মহিলার পাশে দাড়ালেন অগ্নিমিত্রা। আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানিগঞ্জের নারায়ণ কুড়িতে এক ব্যক্তির মৃত্যুর পরে, তার পরিবারের কাছে তার দাহের জন্য অর্থ ছিল না, যার কারণে দাহ সংস্কার পর আটকে ছিল,বিড়ম্বনায় পড়ে পরিবারটি, এই সংকটের সময়ে সামাজিক দায়বদ্ধতা নিয়ে পরিবারটির পাশে দাঁড়ালেন বিধায়ক। আসানসোল দক্ষিণ বিজেপির বিধায়ক অগ্নিমিত্র পাল সেই দুস্থ পরিবারটির সহায়তায় নারায়ণ কুড়িতে পৌঁছান তিনি তাদের দুঃখের সময়ে পরিবাবের আপনজন হয় পাশে দাড়ান ।
স্থানীয় সূত্রে জানা যায় যে নারায়ণ কুড়িতে মনিভা বাউরি নামে এক মহিলার স্বামী মারা গেলে আর্থিক করবে তার দাহসংস্কার আটকে যায়। এমত অবস্থায় খবর পেয়েই সেই দুস্থ পরিবারটির পাশে দাড়ান বিধায়ক। নিজের উদ্যোগে পরিবারটির পাশে দাড়িয়ে সম্পন্ন করেন দাহ সংস্কার ।
এ বিষযযে অগ্নিমিত্র পাল জানিয়েছেন খবর পাওয়া গেছে যে আমাদের বিধানসভা কেন্দ্রে একজন লোক মারা গেছে, কিন্তু তার পরিবারের কাছে দাহ করার টাকা নেই। একজন বিধায়ক হয়ে মানবতার স্বার্থে আমি এই পরিবারটির কাছে এসে সৎকারের জন্য যা যা করণীয় করেছি। একজন বিধায়ক হিসেবে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের সুখে-দুঃখে সহযোগিতা করা আমাদের কর্তব্য এবং এই দুঃসময়ে আমরা এই পরিবারের পাশে আছি এবং আরও কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই সাহায্য করব।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *