Sharing is caring!

নিজস্ব প্রতিনিধিঃ কুলটির নিয়ামতপুরে সামাজিক সংগঠন টাচ ও পুলিশের উদ্যোগে গাড়ির চালকদের জন্য বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিয়ামতপুর পুলিশ ফাঁড়ি নিয়ামতপুর ট্রাফিক গার্ড ও সামাজিক সংগঠন টাচ এর উদ্যোগে এই শিবির করা হয়েছে।এদিনের শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক ইপ্সিতা দত্ত, এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি, আসানসোল পৌরনিগমের 61 নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলর বাদল পুইতন্ডী , সমাজসেবী তারুঘাঁটি সহ প্রমুখেরা।উদ্যোগক্তাদের তরফে জানানো হয়েছে এদিনের শিবিরে বাস, ট্রাক, অটো সহ মোট 100 জন চালকের চক্ষু ও ফুসফুস সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *