March 20, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

সালানপুরে পাইপ লাইনের দুর্ঘটনায়মৃত আহতদের জন্য ক্ষতি পূরণ দাবি বামেদের

নিজস্ব প্রতিনিধি,সালানপুর:-

মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায় পিএইচ ই জলের পাইপ লাইনের আন্ডার গ্রাউন্ডে কাজ করার সময় উপরে মাটি ধসে চাপা পড়ে ঘটনায় গুরুত্বর আহত ৪জন শ্রমিক।তবে তিনজন শ্রমিকের মৃত্যু হয়।এবং একজন আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ।গতকালই ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এসডিএম,বিডিও,পিএইচই দপ্তরের আধিকারিকেরা।যদিও ঘটনাস্থলটি বাসের ব্যারিক্যাড করে রাখা হয়েছে।বুধবার সকালে পূনরায় ঘটনাস্থলে পরিদর্শনে আসেন পি এইচ ই দপ্তরের চিপ ইঞ্জিনিয়ারদের দুই প্রতিনিধি দল। ঘটনাস্থল পুরো খতিয়ে দেখলেন পরিদর্শনে আসা আধিকারিকরা।এরপর ঘটনাস্থলে আসেন বাম নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।ঘটনায় মৃত কুলটির চিনাকুড়ির যে শ্রমিক মারা গেছে তার বাবাকে সঙ্গে নিয়ে। ক্ষতিপূরণের দাবি ও ঘটনার তদন্তের দাবি জানান।মৃতদের পরিবারদের ২০লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের দাবি করেন বামনেতা বংশ গোপাল চৌধুরী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.