নিজস্ব প্রতিনিধি: শনিবার দুপুরে সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েতের অন্তর্গত কর্মতীর্থর ঠিক সামনেই রাস্তার পাশেই কাঁটা হচ্ছিলো গাছের ডাল।আর গাছের ডাল কাটতে গিয়ে বিপত্তি।গাছের ডাল গিয়ে পড়ে বিদ্যুৎ খুঁটির তারে।গাছের ডালের ওজন সামালতে না পেরে ভেঙ্গে পড়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি।আর ভাঙ্গা খুঁটি গিয়ে পড়ে আছড়া বাউরি পাড়ার বাসিন্দা মনোজ বাউরি(৩৬)নামক ব্যক্তির উপর।ঘটনাস্থলে গুরুতর আহত হয় মনোজ বাউরি।তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে আসে রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।রাস্তা থেকে সরানো হয় গাছের কাটা ডাল ও ভাঙ্গা পোল খুঁটি।ঘটনা প্রসঙ্গে মনোজ বাউরির স্ত্রী বুলু বাউরি জানান কয়েক দিন ধরে গোবা নামক ব্যক্তি তাকে গাছ কাটার জন্য ডাকছিলো।আজ তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।আমি খবর পায় গাছ কাটার সময় নাকি তার শরীরে উপর বিদ্যুতের পোল পড়ে গিয়েছে।এবং তার মৃত্যু হয়েছে।তবে ঘটনা প্রসঙ্গে স্থানীয় ব্যক্তি তথা প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান হরেরাম তেওয়ারী জানান রাস্তার পাশে শুকনো গাছের ডাল ছিলো।মানুষের যাতে কোনো বিপদ না হয় তা ভেবেই ডাল কাটা হচ্ছিলো।কিন্তু গাছের ডাল গিয়ে পড়ে বিদ্যুতের তারে এবং সামনের বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে যায়।তখন ওই খুঁটির সামনেই দাঁড়িয়ে ছিলেন মনোজ বাউরি।খুঁটি গিয়ে তার শরীরে পড়ে।আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।