March 22, 2025

সময় সঙ্কেত

প্রবাহমান সময়ের পূর্বাভাষ

সালানপুর থানায় সাইবার সেল,মহিলা সহায়তা কেন্দ্র ও চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : দিনের দিন প্রযুক্তি মূলক উন্নয়ন যত বাড়ছে ততই সমান তালে বেড়ে চলেছে সাইবার অপরাধও।দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের অপরাধ মাথা চারা দিয়ে উঠেছে।প্রশাসনের পক্ষ থেকে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নিয়ে চলেছে।এই অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকারের বিভিন্ন ইউনিট।সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার সিকিউরিটি এ্যান্ড ক্রাইম ইউনিট।সেই মত আসনাসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার উদ্যোগে থানা চত্বরে একটি সাইবার সেল ও সাথে একটি সিসি টিভি কন্ট্রোল রুমের পাশাপাশি মহিলা সহায়তা কেন্দ্র ও চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং প্রতীক্ষালয়েরউদ্বো ধন করা হয়।এদিন ফিতে কেটে সাইবার ডেক্স, সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন ডিসি(ওয়েস্ট)সন্দীপ কারার, ও এসিপি(কুলটি) এস.কে জাবেদ হোসেন, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি।এদিন ডিসি(ওয়েস্ট) সন্দীপ কারার জানান পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি থানায় এই ধরনের কন্ট্রোল রুমের উদ্বোধন করা হচ্ছে।সেইমত আজ সালনপুর থানা এলাকায় পরিদর্শন করার পাশাপাশি এইসব কন্ট্রোল রুমের উদ্বোধন করা হল।যেভাবে সাধারন মানুষ প্রতিনিয়ত সাইবার প্রতারণার শিকার হচ্ছে নানান সামাজিক যোগাযোগ মাধ্যমে।বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানার পুলিশদের প্রশিক্ষন দিয়ে সাইবার ডেক্সের কাজ করছে।সাধারন মানুষকে নিরাপদ রাখতে পুলিশের এই ইউনিট ২৪ ঘণ্টাই সার্ভিস দেবে।তাছাড়া সালানপুর থানা এলাকায় ১৫৯ টি সিসিটিভি ক্যামেরা মধ্যে ও ৪টি ANPR ক্যামেরা লাগানো রয়েছে।যার মধ্যে আজকে ৩৯ টি ক্যামেরা এবং একটি ANPR ক্যামেরা লাগানো হল।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ানপুর ফাঁড়ি ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লাল্টু পাখিরা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.